নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানা ও রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বুধবার বিকেলে নগরীর হেতম খাঁ এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন শুভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রিদয়, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাফিউল আলম, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন, ইয়াসিন আরাফাত ও জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদা জনগণের কথা ভাবেন। তিনি সুদুর লন্ডলে থাকলেও বাংলাদেশে বর্তমানে যে প্রচন্ড শীত পড়েছে তা তিনি জানেন। সেখান থেকে তিনি ছাত্রদলের নেতৃবৃন্দকে শীতার্থদের পাশে থাকার নির্দেশনা দেন। তাঁরই নির্দেশে শীতার্থদের মধ্যে এই কম্বল বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, দীর্ঘ সাত বছর পরে বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মানষকন্যা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার লন্ডনে গেছেন। বর্তমানে তিনি বড় ছেলে তারেক রহমানের নিকট আছেন। এরপর তিনি যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যাবেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে শীতার্থদে মধ্যে কম্বল বিতরণ করেন।