নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় শীতার্ত পরিবারের মধ্যে বুধবার সকালে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এসময় ইউনিয়নের ৪০০ জন অসহায় শীতার্ত পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ও ট্যাগ অফিসার, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ আলী, ইউপি সদস্য মামুন রশিদ, আলাউদ্দিন, মাহাতাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, মেরাজ সরদার, মোজাম্মেল হক, তোফাজল হোসেন, রহিদুল ইসলাম, রাশেদা খাতুন, ঝরনা বেগম, সুকিলা বিবি ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল্লাহ্ এবং হিসাব সহকারী সালমা খাতুন সুমিসহ আরো অনেকে ।