নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের অধিনস্থ বোয়ালিয়া থানা পশ্চিমের অন্তর্গত ১১নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা শুক্রবার বিকেল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কলেজ বয়েজ হোস্টেল প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইষমাইল আলী রাহীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মাইনুল ইসলাম মিন্টু, আল মামুন বাবু দপ্তর সম্পাদক, এ এইচ এম শফিক মাহমুদ তন্ময় ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ যুবদল রাজশাহী মহানগর, বিভিন্ন থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃৃন্দ।
প্রধান অতিথি তাঁর শুভেচ্ছা বক্তব্যের পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মী সভার উদ্বোধন করেন। এরপর বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল হচ্ছে বিএনপি’র অত্যন্ত শক্তিশালী একটি সহযোগি দল। কারন যুবকরাই পারে একটি দেশের আমুল পরিবর্তন করে দিতে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের যুব সমাজের উন্নয়নে কাজ করার জন্যই যুবদল গঠন করেছিলেন। সেই থেকে যুবদল দেশের জনগণের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বিগত ৫ আগস্টের পূর্বে দেশ চরম ক্রান্তিকাল সময় পার করেছে। সে সময়ে সভা-সমাবেশ ও মিছিল করা অনেক কষ্ট হতো। সর্বদা স্বৈরাচার সরকারের পুলিশলীগসহ পতিত সরকারের সন্ত্রাসীদের হামলার শিকার হতে হতো। কিন্তু এখন সে অবস্থা চলে গেছে। এই অবস্থা ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘ সতের বছর আন্দোলন করেছে। শেষে তারই ফসল হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন। এখন সময়ে এসেছে দেশ গড়ার। কিন্তু একটি মহল বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল প্রকার ষড়যন্ত রুখে দিতে যুবদল নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান। সেইসাথে হাইব্রিড থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, দলে শুধু নেতা হয়ে থাকলে চলবেনা। নেতার কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।