নিজস্ব প্রতিবেদক: পবার আশরাফের মোড় বাজার কমিটির উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়। শনিবার রনহাট, নলখোলা আশরাফের মোড়ে আযোজিত সভায় উপস্থিত ছিলেন অত্র কমিটির সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কোমল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, প্রচার ও ক্রিড়া সম্পাদক গোলাম রাব্বানী, ক্যাশিয়ার- ১ জিল্লুর রহমান, ক্যাশিয়ার-২ তারেক রহমান, উপদেষ্টা মন্ডলির সদস্য হাবিবুর রহমান হাবিব, ইদ্রিস আলী, আব্দুর জব্বার, রুস্তম আলী, ইসমাইল হোসেন, একরাম আলী, আব্দুর রহমান, ডঃ সিদ্দিক আলী, রবিউল ইসলাম, দীন মোহাম্মদ ও রহমত আলী।
আরো উপস্থিত ছিলেন ঈমাম হাফেজ মাওনারা শরিফুল ইসলাম, ইউসুফ আলী, ইদ্রিস আলী ও ক্যাশিয়ার তারেক রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, বাজারের বিভিন্ন সার্বিক উন্নয়ন এবং সর্বোপরি সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে। তিনি অত্র এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সহযোগিতা চান।