নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নে শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করা হয়। বাঘা-চারঘাট বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। এছাড়াও অত্র থানা সমুহের বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহীর আবহাওয়া অন্যান্য স্থান থেকে আলাদা। এখানে শীতের সময়ে প্রচন্ড শীত এবং গরমের সময়ে প্রচন্ড গরম পড়ে। এখন চলছে শীতকাল। এই শীতে ছিন্নমূল, খেটে খাওয়া ও অসহায় দরিদ্র মানুষগুলো পড়েছে সব থেকে বিপদে। অসহায়দের মানুষের শীত নিবারণের লক্ষে তারা শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরণ করেছেন। আগামীতে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।
তিনি বলেন, বেগম জিয়া ও তারেক রহমান যেন দেশে ফিরে আসেন তারজন্য দোয়া চান। সেইসাথে বাঘা-চারঘাটে যিনিই ধানের শীষ প্রতিক পাবেন তাঁকেই ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে স্বজন বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন তারজন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, বিএনপি দেশের সেবা করার সুযোগ পেলে প্রতিটি পরিবারের মাঝ্যে একটি করে ফ্যামেলি কার্ড প্রদান করবেন। যা দিয়ে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। এটা দেবে গৃহীনীদের মধ্যে। তিনি বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। সেইসাথে বেগম জিয়া ও তারেক রহমান যেন দ্রুত ফিরে আসেন সেজন্য সবার নিকট দোয়া চান তিনি।