নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে দুঃস্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মিজানুর রহমান মিনু সমর্থক গোষ্ঠি। শনিবার বিকেলে নগরীর ২৪ নং ওয়ার্ডের নদীর ধার এলাকায় দুঃস্থ ও স্বল্প আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুম আলী, আরমান আলী, ইবাদত আলী ও আব্দুল ওয়াহিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
স্থানীয় বিএনপির সমর্থক আরমান আলী জানান, এই এলাকার মানুষ খুবই অবহেলিত। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ সীমাহীন কষ্টের মধ্যে থাকে। শীতের হাত থেকে তাদের রক্ষা করার জন্য মিজানুর রহমান মিনু সমর্থক গোষ্টি তাদের পাশে এসে দাঁড়িয়ে। তাঁর নির্দেশে আগামীতে এই ধরনের সেবা মুলক কাজ অব্যহত থাকবে বলে উল্লেখ করেন। এদিকে শীত বস্ত্র পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষ।