নিজস্ব প্রতিবেদক: মাদকাসক্ত নিরাময়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাজশাহী আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস)। মাদক নয়, চাই জীবনের উল্লাস এই স্লোগান নিয়ে অত্র সংস্থার আয়োজনে পবার আদাড়িয়া পাড়ায় রিকভারীদের সমন্বয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিন শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন। আসক্ত পুনর্বাসন সংস্থার (আপস) নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনাসহ অত্র সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং রিকভারী ব্যক্তিগণ।
রিকভারি সোহেলসহ আরো অনেকে বলেন, আপস তাদের জন্য যা করেছে তা নিজের নিকটতম ব্যক্তিরাও করতে পারেনি। আপসের বদৌলতে তারা এখন সুস্থ আছেন। সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। অনেকে অনেক কথাই বলেন। কিন্তু নিরাময়ের চিকিৎসা নিয়ে তারা সকলে সুস্থ হয়ে সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন এই আপস এর জন্য বল উল্লেখ করেন তিনি। তারা আপস এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রধান অতিথি বলেন, সমাজে এই মাদক চিকিৎসা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভ্রান্ত কথা বলে। যা মোটেও ঠিক না। কেন্দ্রগুলো আছে বলেই মাদকাসক্তরা অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসছেন। মাদক সেবিদের চিকিৎসার ক্ষেত্রে আপস অগ্রণী ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।