নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ট্রাক ও কাভার ভ্যান মালিক সমিতির আয়োজনে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম বার রাস্তার মোড়ে অবস্থিত মালিক সমিতির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আহ্বায়ক আল আমিন সরকার টিটু। সভা সঞ্চালনায় ছিলেন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সদস্য সচিব আব্দুর রব দিলীপ।
সভায় উপস্থিত মালিকদের মধ্যে পূর্বের কমিটির অনিয়ম এবং আগামী নির্বাচনে নতুন ট্রাক ও কাভার ব্র্যান্ড মালিকদের সদস্য অন্তর্ভুক্তির বিষয় নিয়ে আলোচনা হয় । মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল হোসেন, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ শরীফ, আজিজুল হক, মোহাম্মদ মিঠু, আলমগীর হোসেন, শাকিল আহমেদ, মামুন হোসেন ও সুমনসহ অন্যান্য মালিকগণ।