নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় রাজশাহীতেও পড়েছে প্রচন্ড শীত। এই শীতে ছিন্নমূল ও গ্রামের অসহায় মানুষগুলো পড়েছে অনেক কষ্টে। এই কষ্ট থেকে ঐ সকল জনগণকে একটু স্বস্তি দিতে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ¦ আব্দুস সাত্তারের সৌজন্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। দুর্গাপুর উপজেলা বিএনপি ও দূর্গাপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ কর্তৃক কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আশরাফুল কবির (বুলু)। ৪নং দেলোয়াবাড়ি ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম মোঃ মেছের কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সাবেক সভাপতি এস এম একবার আলী বাবলু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসেন আলী শাহ ও দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিতরণ কালে আব্দুস সাত্তার বলেন, রাজশাহীতে চছে অনেক শীত। সেইসাথে ঝিরিঝিরি বাতাসে হতদরিদ্র মানুষগুলো পড়েছে অনেক বিপদে। তারা শীতের নিকট অসহায় হয়ে পড়েছে। এ অবস্থা থেকে একটু স্বস্তি দিতে তাঁর এই উদ্যোগ। বরাবরের মত আগামীতেও দরিদ্র পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, পুঠিয়া-দূর্গাপুরবাসী তার অনেক আপন। তাদের পাশে যেমন অতিতেও ছিলেন, আগামীতেও থাকবেন বলে তিনি কাজ এবং সহায়তা করে যাচ্ছেন। কিন্তু একটি মহল তাঁকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। সেইসাথে মিথ্যাচার করছে। ঐ সকল বদনামকারীদের কথায় কান না দেয়ার জন্য তিনি দূর্গাপুরবাসীকে অনুরোধ করেন। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনিই মনোনয়ন পাবেন তার হয়ে কাজ করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগি নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ করেন তিনি।