নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির আয়োজনে সোমবার আলুপট্টি এলাকায় সাংগঠনিক ২২নং বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অত্র ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের সর্বসম্মতিক্রমে রাজশাহী মহানগর বিএনপি ও থানার নেতৃবৃন্দ ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।
নির্বাচিতরা হলেন যথাক্রমে সভাপতি তৌফিকুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মির্জা ইমরুল মুন্না, সাংগঠনিক সম্পাদক জমি দাস। সেইসাথে অনুষ্ঠানে অত্র ওয়ার্ড বিএনপির দুইটি মহল্লা কমিটিও গঠন করা হয়। আলুপট্টি, কুমারপাড়া, থানার মোড় মহল্লা কমিটির সভাপতি রচত দে রাজু, সাধারণ সম্পাদক আকবর হোসেন মোল্লা রাকিব, সাংগঠনিক সম্পাদক টনি রজক এবং সাগরপাড়া, ঘোষপাড়া, বোসপাড়া মহল্লা কমিটির সভাপতি সহিদুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও সাংগঠনিক সম্পাদক তুষার দাস নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহনাগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। তৌফিকুর রহমান টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, সদস্য আরিফুল সেখ বনি এবং মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক সামসুল হোসেন মিলু।
প্রধান অতিথি বলেন, ৫ আগস্টের পরে বিএনপি’র নেতাকর্মী অনেক বেড়ে গেছে। এদের থেকে সচেতন থাকতে হবে। কোন কমিটিতে যেন কোনভাবেই আওয়ামী লীগের প্রেতাত্বা যেন প্রবেশ করতে না পারে সেদিকে কঠোর নজর রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, শুধু পদ ধরে রেখে কোন লাভ নেই। দলের হয়ে কাজ করতে হবে। আন্দোলনে নিক্রিয় থাকতে হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, চাঁদাবাজী, সন্ত্রাস ও মাদকের সাথে সম্পৃক্ত হলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি।