নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকায় দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে নওহাটা পৌরসভার রনাবাড়ী এলাকায় অত্র সংস্থার কার্যালয় চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন।
দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ওয়াজেদ আলী খাঁন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, সংস্থার সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ও নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন অন্যান্যরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শীতে অসহায় ও দরিদ্র মানুষেরা অনেক কষ্টে আছে। এই শীতকালীন অবস্থা থেকে মানুষকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজের অভাবী এবং দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করলে সমাজে কোনো মানুষই শীতের কষ্টে ভুগবে না বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সেইসাথে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।