নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় এর আওয়াতাধীন বাস্তবায়নকারী সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোয়ারদারকরণ প্রকল্পে বিএমডিএ ভবনের ভিত্তি প্রস্থর এর উদ্বোধন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)। অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, শিবির আহমেদ, ইকবাল হোসেন, শহিদুর রহমান. প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সানজিদা খানম মলি, উপ-পরিচালক সেবা মাহফুজুল হক, হিসাব নিয়ন্ত্রক রোকনুজ্জামান বিশ্বাস ও রাজ(২০৮৮) সিবিএ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ আরো অনেকে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোয়ারদারকরণ প্রকল্পে আওয়তায় ১০তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৬তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্থন উদ্বোধন শেষ সকলের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।