নিজস্ব প্রতিবেদক: পতিত সরকারের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছিলো। খুনিরা জামিন পেলেও বেগম জিয়াকে জামিন দিতো না। খুনি ও দাগী আসামীরা চিকিৎসার জন্য বিদেশে গেলেও বেগম খালেদা জিয়াকে পতিত সরকার বিদেশে নিতে দিতো না। বুধবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
তিনি আরো বলেন, ৫আগস্টেও স্পট পরিবর্তনের পরে বেগম মামলাসমুহ খারিজ হয়ে যায়। এরপর তিনি চলতি মাসের ৭তারিখ লন্ডনে যান চিকিৎসার জন্য। তিনি সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে যেন জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন সেজন্য সবার নিকট তিনি দোয়া প্রার্থনা করেন।
রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, সদস্য আরিফুল শেখ বনি ও বিপুল, রাজপাড়া থানা বিএনপি’র আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা বিএনপি’র (পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু, সদস্য সচিব আলাউদ্দীন, বোয়ালিয়া থানা বিএনপি’র(পশ্চিম) আহ্বায়ক শামসুল হোসেন মিলু ও সদস্য সজিব বজলুজ্জামান মহন, মতিহার থানা বিএনপি’র আহ্বায়ক একরাম আলী ও সদস্য সচিব আল-মামুন বাবু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।