নিজস্ব প্রতিবেদক: প্রবাদ আছে মাঘের শীতে বাঘ কাঁপে। সেই মাঘ শুরু হয়েছে। এই মাঘের প্রথমেই শুরু হয়েছে প্রচন্ডশীত। আর এই শীতে সব থেকে বিপদে পড়েছে ছিন্নমূল ও হতদরিদ্র জনগণ। শীতার্ত জনগণের পাশে এসে দাঁড়িয়েছে রাজশাহী মহানগরের অন্তর্গত সাংগঠনিক ২নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ। তাঁরা বুধবার রাতে অত্র ওয়ার্ডের বাগানপাড়া মিশন এলাকায় বসবাসরত খ্রীস্টান সম্প্রদায়ের ১২০ পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু। অত্র এলাকার শুধিজন জুয়েল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপি’র সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহীন হোসেন ও জিয়াউল হক জিয়া, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আকবর আলী ও জালাল উদ্দনি। এছাড়াও অত্র ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।