নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার পৌরসভা মিলনায়তনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এর আগে, পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এরপর, কাঁকনহাট পৌরসভার প্রশাসক এর নেতৃত্বে রেলওয়ে স্টেশন চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক শামসুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, কাঁকনহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক নিলুফার ইয়াসমিন ও কাঁকনহাট পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আনিসুজ্জামানসহ পৌরসভার সদস্যবৃন্দ।