নিজস্ব প্রতিবেদক: মাঘে শীত জেঁকে বসেছে। এই শীতে দরিদ্র ও অসহায় মানুষগুলো পড়েছে সব থেকে বিপদে। দরিদ্র ও অসহায় মানুষের কিছুটা শীত নিবারনের জন্য পাশে দাঁড়িয়েছে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি’র (পূর্ব) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে বোয়ালিয়া থানা বিএনপি’র (পূর্ব) আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিেেব উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
রাজশাহী মহানগরীর সাধুর মোড় সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বোয়ালিয়া থানা বিএনপি’র(পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাউদ্দীন এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র(পূর্ব) যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম রিংকু, ২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কমল সরকার ও সাধারণ সম্পাদক হারুন এবং ২১নং ওয়ার্ড বিএনপি নেতা সোহেল আহম্মেদ বারীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল বলেই সর্বদা পাশে থাকে। দেশের জনগণের যে কোন সমস্যা সমাধানে বিএনপি মাঠে নামে। এই শীতেও এর ব্যাতিক্রম ঘটেনি। বিএনপি’র পক্ষ থেকে বিভিন্ন স্থানে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা অব্যাহত রয়েছে। আগামীতে চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।