নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ট্রাক ও কালার্ডভ্যান মালিক সমিতির পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্তি ও ভোটার তালিকা হালনাগাদ করে নতুন সদস্য অন্তর্ভূক্তি ও নতুন সদস্য অন্তর্ভূক্তি না করে নির্বাচন তফশিল ঘোষনা না করার দাবীতে তারা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, বিগত তিনটি নির্বাচন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনৈতিক প্রভাবে কোন নির্বাচন ছাড়াই সিলেকশন কমিটি গঠন করা হয়। ঐ কমিটিতে ট্রাক ও কাভার্ডভ্যান প্রকৃত মালিকরা যেন ভোট না দিতে পারে সেই কারনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে নাই। একারনে মালিকগণ ভোটের মাধ্যমে তাদের প্রকৃত নেতৃত্ব নির্বাচন করতে পারে নাই। এ নিয়ে মালিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এমতাবস্থায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আবারও একই কাইদায় নতুন সদস্য অন্তর্ভুক্ত না করে পূর্বের কমিটি আবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে উল্লেখ করা হয়।
আগামী নির্বাচনে নতুন মালিকদের সদস্য অন্তর্ভুক্তি না করে নির্বাচনের তফশিল ঘোষনা না করার জন্য অনুরোধসহ এ বিষয়ে পদক্ষেপ নিতে বিভাগীয় কমিশনার এর নিকট অনুরোধ করেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ আল-আমিন সরকার টিটু, সদস্য সচিব আব্দুর রউফ দিলীপ, সদস্য হেলাল হোসেন, সুমন মোহাম্মদ মিঠু, সাইদুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান ও সুজনসহ অন্যান্য মালিকগণ।