নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে পবা উপজেলা নওহাটা পৌরসভার শশ্বান মন্দির মাঠ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট এর সহ-সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও সহ-সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট ও সিনিয়র সহ-সভপতি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌর বিএনপি’র সভাপতি স্বাধীন কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট এর সহ-সভাপতি রমেশ দত্ত ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট এর রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল। সেন্টু কুমার সাহা ও প্ররব কৃমার দাস এর সঞ্চালনায় রাজশাহী জেলার বিভিন্ন থানা, উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রাজশাহী জেলা কমিটি গঠন করার জন্য এই সমাবেশ। উপজেলার নেতৃবৃন্দরা এ বিষয়ে পরামর্শ প্রদান করেন।