নিজস্ব প্রতিবেদক: রাসিক ১১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবু বক্কর কিনুকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কে বা কারা তাঁকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় মিথ্যা খবর প্রকাশ কওে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এমনটাই অভিযোগ করেন রাসিক ১১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবু বক্কর কিনু। তিনি বলেন, গত ১৬ জানুয়ারী বৃহস্পতিবার রাজশাহী থেকে প্রকাশিত একটি জাতীয় পত্রিকায় মহানগরীর বড়কুঁঠি খেয়াঘাটে মাত্রাতিরিক্ত ইজারা আদায় ও চাঁদাবাজির অভিযোগ করেছে তাঁর বিরুদ্ধে ।
তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন থেকে সাড়ে ৯ লক্ষ টাকা দিয়ে ইজারা ঐ খেয়াঘাট ইজারা নিয়েছেন তিনি। এই প্রতিবেদনটি সত্য নয়। প্রকৃত পক্ষে তিনি কোন খেয়াঘাট ইজারা নেননি। তিনি আরো বলেন, তাঁর নামে খেয়াঘাটের কোন ইজারাই নাই, সেখানে বর্ধিতহারে টোল আদায় করার কোন প্রশ্নই আসেনা। তাঁকে সমাজে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষেই একটি মোহল তাঁর বিরুদ্ধে কাজ করছে। প্রকাশিত ঐ সংবাদের তিনি তীব্র নিন্দা জানান। সেইসাথে আগামীতে তাঁর বিরুদ্ধে কোন প্রকার প্রতিবেদন করার পূর্বে সাক্ষাতকার নিয়ে প্রতিবেদন করার অনুরোধ জানান তিনি।