নিজস্ব প্রতিবেদক: পড়েছে মাঘ মাস, বেড়েছে শীত। এই শীতে ছিন্নমূল মানুষগুলো শীতের দাপটে অসহায় হয়ে পড়েছে। এই শীতটা কিছুওটা লাঘব করতে ‘আর্ত মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ আমান গ্রুপ হাতে হাত রেখে কাজ করি উষ্ণতার বন্ধনে দেশ গড়ি, এই প্রতিপাদ্যে আমান সিমেন্ট এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শনিবার রাজশাহী মহানগীর কাশিয়াডাঙ্গায় মেসার্স সেলিম এন্ড ব্রাদার্সের শোরুমে দুঃস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন আমান সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন আমান সিমেন্ট মিলস লিমিটেড এর এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান সিদ্দিকী, সিনিয়র ম্যানেজার আব্দুল গনি, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাদিকুল ইসলাম, প্রকৌশলী আব্দুল হান্নান, মেসার্স সেলিম এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী সেলিম রেজা, শামীম রেজা, সোহেল পারভেজ টুটুল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।