নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘বাড়িতে এসে গুলি করে যাবে, এটা কোন ভাবেই মেনে নেয়া যাবে না। বাড়িতে নিরাপত্তা না পেলে মানুষ যাবে কোথায়। এজন্য সবার আগে বাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, খুনি-সন্ত্রাসীদের কোনো দল নেই। খুনি যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। বিএনপিতে কোন খুনি-সন্ত্রাসীর কোনো ঠাঁই নাই। শনিবার দুপুরে পবা উপজেলার ভুগরইল এলাকায় যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাসায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মিলন আরো বলেন, জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ রাজনীতি করে। যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর পিতা আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকারী যেই হোক এবং হত্যাকাণ্ডের পেছনে ইন্ধন দাতা যদি কেউ থেকে থাকে তাকেও আইনের আওতায় নিয়ে এসে শক্ত পদক্ষেপ নেয়া হবে। আইনগত ভাবে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে এই পরিবারের পাশে সর্বদা তিনি থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নওহাটা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, পবা দলিল লেখক সমিতির আহ্বায়ক মনিরুজ্জামান দুলাল, বিএনপি নেতা আবু সুফিয়ান, রয়াদুদ হাসান পিন্টু, মফিজ উদ্দিন, জয়নাল আবেদীন ও আজাদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেষে নিহত আলাউদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে নেতাকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন তিনি। মোনাজাত পরিচালনা করেন নওহাটা পৌর সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোহম্মাদ আলী জিন্নাহ।