নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টা হতে বার দফা দাবী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর গনকপাড়া মোড়ে আয়োজিত দাবী সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।
বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি কাজিম আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, টিইউসি সভাপতি আইউব হোসেন কাইউম ও অর্থ সম্পাদক মুকুল আলী। সমাবেশ সঞ্চালনা করেন ইনসাব রাজশাহী জেলা শাখার যুগ্ম সম্পাদক রেজাউল করিম। এছাড়াও রাজশাহী জেলা, থানা ও পৌরসভাসহ ইনসাব সকল ইউনিটের শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক গণ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বক্তারা তাদের ১২দফা দাবী পেশ করেন। রাজধানী ঢাকাসহ শহরের সকল থাকা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনী স্থাপন, সুলভ মূল্যে লীজ প্রদান, কলোনীতে স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, শ্রম ছাউনী নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিত করণ, নূন্যতম মজুরী সন্তোষজকভাবে বৃদ্ধি, সার্ভিস চার্জ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে প্রেরণ, রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা করাসহ এই বার দফা দাবী তুলে ধরেন বক্তারা।
তারা আরো বলেন, ভবন নির্মাণ করতে যেয়ে শ্রমিকরা মৃত্যুবরণ করলে সরকারী নিয়মে নয় বেশী করে মালিকদের টাকা প্রদান করতে হবে। দেশে নিত্যপন্যের মূল্য অত্যন্ত বেড়ে গেছে। এ অবস্থায় শ্রমিকদের পরিবারের সদস্যদের নিয়ে জীবন ধারন করা অত্যন্ত কষ্ট হয়ে পড়েছে। এজন্য সরকারীভাবে কার্ডের মাধ্যমে নিয়মিত চাল, চাল, আটা, তেল ও চিনিসহ নিত্যপন্য প্রদান করার দাবী জানান তারা। তারা আরো বলেন, শ্রমিকদের জন্য চিকিৎসা ভাতা চাইলে সরকার মাসের পর মাস কালক্ষেপন করেন। এতে কওে শ্রমিকরা পরেন বিপদে। দ্রুত সরকারী অনুদান প্রদানের দাবী জানান তারা। সেইসাথে সরকার ঘোষিত শ্রমিকদের মজুরী বাস্তবায়ন ও শ্রমিকদের শ্রমের মূল্য বৃদ্ধি ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ করেন বক্তারা।