মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

রাবিতে লিটলম্যাগ ‘চিহ্ন’র রজতজয়ন্তী উৎসব

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিটলম্যাগ চিহ্ন-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে। দিনব্যাপী শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি জুলফিকার মতিন। উদ্ধোধনের সময় জাতীয়, বিশ্ববিদ্যালয় ও চিহ্নের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ছিল প্রীতিসমাবেশ ও প্রাতঃরাশ। পরে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘চিহ্ন’ প্রধান অধ্যাপক শহীদ ইকবাল। এ সময় উদ্বোধনী বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক কবি জুলফিকার মতিন।

স্বাগত বক্তব্যে ‘চিহ্ন’ প্রধান অধ্যাপক শহীদ ইকবাল বলেন, তাদের ২৫ বছরের এ পথচলা। সেখানে তাঁরা কী করতে পেরেছেন, সেটা ব্যাখ্যা বা মূল্যায়নের ক্ষেত্র এটা নয়। তাঁদের যাপিত জীবন চিত্র, দেশ, জাতি, সমাজ নিয়ে ভাবনা ও সৃষ্টিশীলতার একটা প্লাটফর্ম হচ্ছে চিহ্ন। জাতির একটা মাইলফলক আজকের এই দিন। তাঁরা লেখালেখি, সৃষ্টিশীলতা, সাহিত্যের মধ্য দিয়ে একটি মননশীল জাতি ও মানুষ গড়তে চান। এ ছাড়া সুস্থ-সুন্দর জীবন যাপনের সংস্কৃতি উৎযাপন করতে চান। এই উদযাপনের অংশীদার সবাইকে তারা করতে চান।

কবি জুলফিকার মতিন বলেন, ‘তারুণ্যই চিহ্নের প্রাণ। প্রতিষ্ঠিত লেখকদের লেখা প্রকাশ করা একটি পত্রিকার সাফল্যের কিছু নয়। নতুন লেখকদের লেখা প্রকাশের মাধ্যমে লেখক সৃষ্টিই পত্রিকার কাজ। সেইসব লেখার মধ্য দিয়ে সাহিত্য জগতে একটি নতুন ধারা সৃষ্টি হতে পারে। সেই কাজটি চিহ্ন নিষ্ঠার সঙ্গে করে আসছে সূচনা লগ্ন থেকে।

আয়োজকেরা জানান, পত্রিকাটির রজতজয়ন্তী উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনের প্রথম অধিবেশন হিসেবে আছে ‘লেখকের গল্প’। এরপর ‘কবিতার গল্প: মাটির আর রক্তের কর্কশ শব্দ’ ও ‘চিহ্নের ২৫ বছর: আর কতোটা দূর’ শীর্ষক অধিবেশন রয়েছে। উল্লেখ্য, ছোটকাগজের চেতনা নিয়ে ২০০১ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় প্রথম প্রকাশ হয় ‘চিহ্ন’। পত্রিকাটির স্লোগান ‘চিত্তের প্রসারতা, মস্তিষ্কের মুক্তি’। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে পবায় দুই দশক ধরে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে বলে জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin