নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে সাগরপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য মোহাম্মদ মহসিন, সাবেক এমপি জাহান পান্না, অধ্যাপক আব্দুর রাজ্জাক, রায়হানুল আলম রায়হান, শেখ মকবুল হোসেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরক, জেলা যুবদলেরর আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক ও সদস্য শাহরিয়ার আমিন বিপুল ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন।
উপস্থিত অতিথিবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্নাঢ্য জীবনের উপরে আলোকপাত করেন। বক্তব্য শেষে শীহদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত ব্যক্তিসহ সকল মৃত মুসলিম ব্যক্তির রুহমেনে মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।