নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাকে পিলখানা ও শাপলা চত্বরে জুলাই-আগস্টের গণহত্যাসহ সকল অপরাধের মাষ্টার মাইন্ড উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘খুনি শেখ হাসিনার বিচার এই দেশের মাটিতেই হবে’।
রোববার বিকেলে নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনা এখনও বলেন, পাশেই আছেন, টুস করে চলে আসবেন। আসেন, আপনার বিরুদ্ধে পিলখানার বিডিআর হত্যার ঘটনায় মামলা হয়েছে-এতেই আপনি বিচারের সম্মুখিন হবেন, শাস্তি পাবেন।তিনি বলেন, বাংলাদেশের মানুষ এ বিচারটি দেখতে চায়। ছোট-খাটো অনেক বিচার করা সম্ভব না হলে ও শেখ হাসিনার বিচার হলে বাংলাদেশের মানুষের আকাংখার প্রতিফলন ঘটবে। জাতি আজ অঙ্গীকারবদ্ধ হাসিনার বিচারের জন্য। তার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থ্যা যে ধ্বংস হয়েছে সেটার আইনের শাসনে ফিরিয়ে আসবে।
তিনি আরো বলেন ‘বিগত ১৫ বছর সবচেয়ে বেশি নিপীড়ন ও নির্যাতন চালিয়েছেন। ফ্যাসিবাদীর আমলে গোটা বাংলাদেশ কারাগারে রূপান্তরিত হয়েছিল। তারপরেও আন্দোলন বন্ধ করা যায়নি। ৫ আগস্টের পর শেখ হাসিনাসহ সেই আওয়ামী কে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা তার এমপি মন্ত্রীদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে’।
অনুষ্ঠানে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটারের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আসাদুল ইসলাম, গোলাম মুর্তুজা, মামুনুর সরকার জেড, ওয়াদুদ হাসান পিন্টু, নাজিম উদ্দিন মোল্লা, আতর আলী, মহির হোসেন, রায়হানুল আলম, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও মিজানুর রহমান, মফিজ উদ্দিন, জয়নাল আবেদীন ও আলী জিন্নাহ।
বক্তব্য রাখেন, বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, এমদাদ আলী, মাহবুবুল আলম সুমন, যুবদল নেতা সুজন মাহমুদ, মিজানুর রহমান, ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম মনির, হেফাজ উদ্দিন, আফজাল হোসেন, হুরমত সরকার, আয়নাল হক, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখারুল ইসলাম ডনি ও নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।