নিজস্ব প্রতিবেদক: শ্রদ্ধা আর ভালোবাসায় উদযাপিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও ক্রিকেট খেলার আয়োজন করা হয়। বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এ সকল কর্মসূচীর আয়োজন করে। উল্লেখ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তার ডাক নাম ছিল কমল। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাঁকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট রেডিও স্টেশন থেকে তিনি বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শেখ মুজিবের বাকশালের বিপরীতে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা।
এ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে রাজশাহীর ভূবন মোহন পার্কে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগনের অহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও জয়নুল আবেদিন শিবলী।
উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র (পশ্চিম) আহ্বায়ক শামসুল হোসেন মিলু, বোয়ালিয়া থানা বিএনপি’র (পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু ও সদস্য সচিব আলাউদ্দিন, রাজপাড়া থানা বিএনপি’র আহ্বায়ক মিজানুর রহমান মিজান, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কৃষক দল মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিনসহ বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও দেশে স্বাধীন করার ভূমিকা নিয়ে আলোকপাত করেন। বক্তব্য শেষে শীহদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত ব্যক্তিসহ সকল মৃত মুসলিম ব্যক্তির রুহমেনে মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।