নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে নগরীর তেরখাদিয়া এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
সভায় সভাপতিত্ব করেন যুবদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। যুবদল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো ও সদস্য সচিব রেজাউল করিম টুটুল এর সঞ্চালনায় সভায় জেলা যুবদল ও বিভিন্ন থানা ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি দেশের বর্তমান অবস্থা ও অবস্থান বুঝে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। সেইসাথে বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী ও আগামী সংসদ নির্বাচনে যেন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে যেতে তার জন্য মাঠে কাজ করার আহ্বান জানান তিনি। সেইসাথে প্রতিটি থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে ত্যাগি নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করার পরামর্শ দেন তিনি।