নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে নগরীর সাহেববাজার এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
সভায় সভাপতিত্ব করেন যুবদল রাজশাহী মহানগর শাখার সভাপতি মাহফুজুর রহমান রিটন। যুবদল রাজশাহী মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় মহানগর যুবদল ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, যুবদল হচ্ছে বিএনপি’র একটি অন্যতম সহযোগি দল। যে কোন আন্দোলন সংগ্রামে যুবদল সম্মুখে আন্দোলন করেছে। দেশের ক্রান্তিকালে বিএনপি’র পাশে থেকে শক্তি যুগিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, দেশ বর্তমানে কঠিন সময় পার করছে। দেশী-বিদেশীদের ষড়যন্ত্র চলছে। এখনো প্রশাসন থেকে শুরু আইন শৃংখলাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্তারা ঘাপটি মেরে আছে। তারা ষড়যন্ত করেই চলছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, খুনি হাসিনা পালিয়ে গেছে বলে তুষ্ট থাকার কোন কারন নেই। সজাগ থেকে রাজনীতি করার পরামর্শ দেন। সেইসাথে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশভাবে সংসদে নিতে মাঠে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সেইসাথে প্রতিটি থানা ও ওয়ার্ডে ত্যাগি নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করার পরামর্শ দেন তিনি।