নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর (বীর উত্তম) ৮৯ তম জন্মদিন উপলক্ষে দোয়া, আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার বাদ আসর রাজশাহী মহানগরীর মালোপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু।
রাজশাহী জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মহানগর কৃষক দলের রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আশরাফ আলী, যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন আজিম, আব্দুর রশিদ ও সাদাত হোসেন রনি, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ আলী, চন্দ্রিমা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিজবুল্লা, তাহেরপুর পৌরসভা কৃষক দলের আহ্বায়ক ফজের আলি।
আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান ফিফটি, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, উপজেলা কৃষখ দলের যুগ্ম আহ্বায়ক হাবিব, মোহনপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ও সদস্য সচিব কামাল হোসেন সরকার । ঘাসি গ্রাম ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়ুব আলী।