নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক (বীর বিক্রম) জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) রাজশাহী চ্যাপ্টার এর আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এই কর্মসূচী পালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও এ্যাব রাজশাহী চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলীম এর সভাপতিত্বে ও এ্যাব সাধারণ সম্পাদক কৃষিবিদ নূর সহাম্মদ সালাহউদ্দিনের পারিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর ড.নূরুল আলম, প্রফেসর ড. সারোয়ার জাহান, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।
সভায় আরো উপস্তিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ ওয়ালিউজ্জামান পরাগ, বর্তমান আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সচিব আরফিন কনক, সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, কৃষিবিদ এনায়েত হাসান জনি ও কৃষিবিদ হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক ও যুদ্ধকালীন সময়ের উপরে আলোকপতা করেন। আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এয় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।