নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিমখানায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই লক্ষ্যে মঙ্গলবার বিকেলে পবার দারুল কুরআন আল-ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অণুষ্ঠিত হয়। পরে রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন এর পক্ষ থেকে এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য আসলাম ও পারভেজ আহমেদ পলাশ, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন, আল সাইফ জীবন, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ূন কবির, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম কবির, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন আল মারুফ, হরিয়ান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম রেজা, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সাব্বির, অরন্য প্রমুখ।