নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে পবা জাসাস এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পবা জাসাস এর সভাপতি একরাম হোসেন সরকার। সভা পরিচালনা করেন প্রিন্সিপাল আসলাম আলী।
সভায় উপস্থিত ছিলেন জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব সেলিম রেজ, জাসাস নেতা দেলোয়ার হোসেন, সোহেল হোসেন, সহ-সভাপতি মোজাফফর হোসেন, রাসিক সংরক্ষিত মহিলা আসেনের সাবেক কাউন্সিলর নাসিরা খাতুন, রাজশাহী জেলা মহিলা দলের সহ-সভাপতি ফরিদা আক্তার, পবা উপজেলা জাসাসের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, নওহাটা পৌর বিএনপি নেতা শরিফুর রহমান শরীফ, কৃষক দল নেতা আতা। হড়গ্রাম নেতা ইউসুফ মেম্বর, পবা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মিজু আহমেদ ও মন্টু শেখ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।