নিজস্ব প্রতিবেদক: রাসিক ১৯ নং ওয়ার্ডে বিএনপি’র আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার বিকেল ৪টায় সিরোইল কলোনীতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মাসুদ রানা খন্দকার, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, ১৯নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক তানিসুর রহমান তোতা, শাহ্ মখ্দুম থানা যুবদলের সহ-সভাপতি আনসার আলী টুটু, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুস সাদাত শাহান ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
প্রধান অতিথি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের উপরে আলোকপাত করেন। বক্তব্য শেষে উপস্থিত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।