নিজস্ব প্রতিবেদক: ছাত্ররাই পারে দ্রুত যে কোন কিছুর আমুল পরিবর্তন করতে। কারণ তাদের শরীরে টসবগে রক্ত। তারা সামনের দিকে এগিয়ে যেতে ভয় পায়না। জীবন বাজি রেখে তারা কার্য সম্পাদন করতে পারে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের কেশরহাট পৌর শাখার আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।
তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশর স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার এরশাদের পতন এবং সর্বশেষ সর্বকালের সব থেকে ঘৃনীত স্বৈরশাসক খুনি হাসিনার পতনের মূল নায়ক হচ্ছেন এই ছাত্ররা। প্রথমে ছাত্ররা শুরু করে এই আন্দোলন। পরে তাদের সাথে জনতা ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ অন্যান্য দল একযোগে আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্যে দিয়ে বাংলাদেশে আবার নতুন করে নতুন সুর্য্যরে উদয় করে তারা।
তিনি আরো বলেন, ছাত্রদের ন্যায্য অধিকার আদায় এবং দেশের ক্রান্তিকালে তাদের দৃঢ় ভূমিকা রাখার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেছিলেন। সেই থেকে জাতীয়তাবাদী ছাত্রদল দেশের হয়ে কাজ করছে। বিপদে আপদে সর্বদা জনগণের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশাব্যাক্ত করেন। সেইসাথে আগামীতে সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি’র বিজয়ী পতাকা উড়ানোর জন্য সকল প্রকার সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে কেক কাটা হয়।
আলোচনা সভার পূর্বে ছাত্রদলের নেতৃবৃন্দ অতিথিদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালি নিয়ে তারা কেশরহাট পৌর বাজার প্রদক্ষিণ করে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ করেন। সেখানে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় কেশরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক শফিউল আলম সুইট এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাদ্দাম হোসেন ডলার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মুকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, কাদের মোল্লা, উপজেলা সদস্য সচিব শাহিন আকতার সামসুজ্জোহা, ধুরইল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, মাহাবুব আলম বুলবুল, পৌর যুবদলের আহ্বায়ক শাহিন আকতার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল ও জাহাঙ্গীর আলম। এছাড়াও পৌর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।