নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার সিএন্ডবি মোড়ে সম্পূর্ন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত বায়োল্যাব মাল্টি কেয়ার হাসপাতালের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজনে করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালের চেয়ারম্যান অর্থোপেডিক সার্জন ডাক্তার মাহমুদুল আমিন হামিম, উপদেষ্টা ডাক্তার নাদিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশেষজ্ঞ ডাক্তার প্যানেলদের মধ্যে ডাক্তার শামীমা খাতুন, ডাক্তার মোহাম্মদ নাফিস কবির, ডাক্তার রোকনুজ্জামান, ডাক্তার আব্দুল্লাহ, ডাক্তার এবিএম আসিফ আহমেদ, ডাক্তার মির্জা শিবলী মোহাম্মদ সাদিক,ডাক্তার তাওহিদা ইয়াসমিন, ডাক্তার আফিফা তাবাসসুম তামান্না।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক, ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও মতিহার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, বোয়ালিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মিলু, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মূর্তুজা ফামিন, রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, বায়োল্যাব মাল্টি কেয়ার হাসপাতালের এমডি রেজাউল ইসলাম ও ম্যানেজার সুজন আলীসহ স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।