নিজস্ব প্রতিবেদক: মাদক ও সন্ত্রাস থকে বাঁচতে ক্রীড়ার কোন বিকল্প নাই। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ব্যাপকভাবে খেলাধুলার আয়োজন করতে হবে। প্রতিদিন মাঠ কমে যাচ্ছে। শহরে মাঠ নেই বললেই চলে। গ্রাম পর্যায়ে যে গুলো খেলার মাঠ আছে তা সংরক্ষণ করতে হবে।
শুক্রবার বিকেলে পবার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের চড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন। বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
বেঙ্গল ক্লাবের উদ্যোগে দারুশা ক্রিকেট প্রিমিয়ার লীগের দশম আসরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কামাল আজাদ, হুজুরীপড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিহাব উদ্দিন ও সদস্য সচিব মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব কেরন দারুশা বেঙ্গল ক্লাবের সভাপতি প্রভাষক মোহাম্মদ নাসিম। এ সময়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।