নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ঐতিহ্যবাহী ক্লাব বৈকালী সংঘের আয়োজনে মাসব্যাপি টি-২০ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কালেক্টরেট মাঠে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার মুশফিকুর রহমান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, রাজশাহী হচ্ছে খেলাধুলা ও খেলোয়ার তৈরীর আতুর ঘর। রাজশাহী থেকে অনেক খেলোয়ার জাতীয় দলে খেলেছেন এবং এখনো খেলছেন। এর মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, হকি ও অন্যান্য খেলা।
তিনি আরো বলেন, রাজশাহীর খেলোয়ারদের অন্যান্য হিংসা করে। তাদেরকে দলে নিতে চায়না। আবার দলে নিলেও খেলতে দিতে চায়না। এজন্য ভালভাবে সবাইকে খেলার পরামর্শ দেন। সেইসাথে নিজেকে যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, কেউ কাউকে জায়গা করে দেয়না। নিজের জায়গা নিজেকে করে নিতে হয়। মামা-খালু দিয়ে দলে প্রবেশ করা, কিন্তু জায়গা অনেক কষ্ট হয়ে পড়ে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বৈকালী সংঘ একটি ঐতিহ্যবাহী ক্লাব। এখান থেকে অনেক নামী-দামী খেলোয়ার গড়ে উঠেছে। তারা দেশের হয়ে খেলে অনেক নাম কুড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মাস্টারশেফ রেস্তোরা রাজশাহীর পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈকালী সংঘের সভাপতি এ.ওয়াই.এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার শেফ রেস্তোরার স্বত্বাধিকারী এস.এম শিহাব উদ্দিন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহনকারী বিভিন্ন দলের কর্ণধার, ম্যানেজার, খেলোয়ার, কোচ ও অন্যান্য ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনীতে রাজশাহী ক্রিকেট কোচিং স্কুল এবং নূরু স্মৃতি সংঘ অংশগ্রহন করে। প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।