নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে রাজশাহী মহানগর যুবদল অধিনস্থ ওয়ার্ড ইউনিটকে শক্তিশালী ও কমিটি গঠন করার লক্ষ্য ১৩নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৩টায় নগরীর ১৩নং ওয়ার্ডের মহিলা কলেজের পশ্চিমে উঁচু ভিটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মী সভার উদ্বোধন করেন রাজশাহী মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাফফুজুর রহমান রিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ে শরিফুল ইসলাম জনি, সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম টফি। বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল আলী রাহী। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালমগীর হোসেন, সোহেল রানা, সদস্য মাসুদুল হক মৃধা মমিন, গোলাম নবী জেমি,সুব্রত রায়,নূর নবী মুক্তা,শফিকুজ্জামান সজিব,রবিন উল হাসান জাহিদ,মজিবুল হক মিলন,রাকিব হোসেন,রেজাউর রহমান রবিন,নীরব খাঁন তারেক,শামিম হোসেন ও সাইদুল ইসলাম সহ রাজশাহী মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা সঞ্চলনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য আশরাফুজ্জামান সজিব,মাসুদুল মৃধা মমিন ও মুক্তার আলী সদ্দাম।
কর্মী সভায় ১৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব এর নাম প্রস্তাব নেওয়া হয়। আহ্বায়ক পদে ৮জন এবং সদস্য সচিব পদে ৫ জনের নাম প্রস্তাবিত হয়।রাজশাহী মহানগর যুবদলের নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তারা কর্মীসভা করছেন এবং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্য আহ্বায়ক ও সদস্য সচিব পদপ্রার্থীদের নাম প্রস্তাব গ্রহণ করছেন। মহানগরীর ৩০টি ওয়ার্ডে কর্মীসভা শেষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কমিটি গঠনের সিদ্ধান্ত হবে জানান নেতৃবৃন্দ।