নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়ন,বিএনপি’র উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শনিবার বেলা ১১টার সময় বানেশ্বর বাজারে শীত বস্ত্র বিতরণ করা হয়। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া আয়োজন করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান এডভোকেট মোখলেছুর রহমান, অধ্যক্ষ মঈন উদ্দিন, অধ্যক্ষ রুহুল আমিন, ২ নং ওয়ার্ড সভাপতি আলিম উদ্দিন, বয়েন, হাশেম মোল্লা ও তুষার সরকারসহ বানেশ্বর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনে বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রচন্ড শীত পড়েছে রাজশাহীতে। এই শীতে ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষগুলো অনেক কষ্টে পড়ে গেছে। তাদের একটু হলেও শীত নিবারনের চেষ্টা থেকেই পুঠিয়া-দূর্গাপুরের বিভিন্ন ইউনিয়নসহ নানা স্থানে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। শীত থাকাকালীন পর্যন্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার তিনি তাঁর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাবেন বলে উল্লেখ করেন আব্দুস সাত্তার।