নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওয়াসার দ্বি-বার্ষিকী নির্বাচনে সফিকুল-ইকবাল পরিষদ বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়। নির্বাচনে ১৭৫ জন ভোটার ছিলেন। কিন্তু দুইজন ভোটার অসুস্থ থাকায় তারা ভোট প্রদান করতে পারেননি। বাঁকী ১৭৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ১২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ঢোপকল মার্কা নিয়ে সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ভোট পেয়েছেন ১১৯টি।
কমিটির বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আসলাম হোসেন সরকার, সহ-সাধারণ সম্পাদক আল আমিন কাজল, সাংগঠনিক সম্পাদক জনি, অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাসেম, আইন বিষয়ক সম্পাদক মোহা: গোলাম মোস্তফা (রনজু), ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার ফায়সাল রনি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট আলহাজ¦ আশরাফ আলী মাসুম। নির্বাচন কমিশনার হিসবে ছিলেন এডভোকেট সেকেন্দার আলী ও এডভোকেট হাসিবুল ইসলাম কচি।
নবনির্বাচিত কমিটি রাতেই বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময়ে কমিটির সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং মিষ্টি করান। কিিমটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।