নিজস্ব প্রতিবেদক: তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন মাফ প্রাঙ্গনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার তানোর উপজেলা কৃষক দলের আয়োজনে বাংলাদেশের সংখ্যা গরিষ্ট জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রাজশাহী জেলার তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপদেষ্টা মন্ডলীর সদস্য বিএনপি মেজর জেনারেল শরিফ উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।
তানোর উপজেলা বিএনপি’র কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দীন মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, তানোর থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক সম্পাদক হজরত আলী ও সাইফুল ইসলাম, রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, মুন্ডুমালা কৃষক দলের আহ্বায়ক আবুল বাসার, তানোর পৌর কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান।
তানোর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোতাল্লেব হোসেন ও যুগ্ম আহ্বায়ক বি.এম আহাম্মেদ এর সঞ্চালনায় সভায় তানোর উপজেলা বিএনপি, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।