নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র প্রধান কার্যালয় বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করা হয়। রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। উদ্বোধনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন-ফেস্টুন ও পায়রা উড়ানো শেষে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনীতে রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগরের যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, বোয়ালিয়া থানা বিএনপি’র (পশ্চিম) আহ্বায়ক শামুসল হোসেন মিলু, বোয়ালিয়া থানা বিএনপি’র(পূর্ব) সদস্য সচিব আলাউদ্দীন, বরেন্দ্র বহুমখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সাইফুল ইসলাম হিরক।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পদক রফিক উদ্দিনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বিএনপি দীর্ঘদিন পরে হলেও একটি নিজস্ব কার্যালয় পেলো। পূর্বে রাজশাহীতে অনেক নেতা ক্ষমতায় ছিলেন। কেউ কেউ মন্ত্রীও ছিলেন। কিন্তু কোন নেতাই বিএনপি’র নিজস্ব কার্যালয় করে যাননি। আজকে নজরুল হুদা তাঁর ক্রয়কৃত ভবনে বিএনপি’র কার্যালয় করতে দিয়েছেন। এরজন্য তিনি তাঁকে ধন্যবাদ জানান। সেইসাথে এখান থেকে বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যক্রম চলমান হবে বলে উল্লেখ করেন তিনি।