নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার বাঘা মনিগ্রাম বিনোদপুর বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে শনিবার রাতে বিনোদপুর মন্দিরের আর্থিক অনুদান প্রদান করা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও বাঘা-চারঘাট হতে আাগামী সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দেবাশীষ রায় মধু এই অনুদান প্রদান করেন। শুধু মন্দিরে নয় তিনি মসজিদেও আর্থিক অনুদান দেন। এ সময়ে উপস্থিত বিএনপি নেতা এনামূল হক, মামুন ও রাহুল সহ আরও অনেকে।
মধু তাঁর বক্তৃতায় বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট নায়ক তারেক রহমান জনগণের পাশে দাঁড়নো এবং তাদের নিকট যেয়ে বিএনপি কার্যক্রম সমুহ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। কারন বিএনপিকে নিয়ে দেশে এবং বিদেশে চলছে না ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে এবং জনগনের মধ্যে ৩১দফা তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আজীবন জনগণের পাশে থাকবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।