নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক দলের আয়োজনে দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্রষ্মপুর ক্লাব মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।
জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য মাহফুজুল হাসনাইন হিকোল, জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, দূর্গাপুর উপজেলা বিএনপি সদস্য সচিব জুবায়ের হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরেফিন কনক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান ও সদস্য সচিব মুহাইমিনল সেন্টুসহ অত্র ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযাগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।