নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী মধ্যপাড়ায় মোল্লা দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার বাদ আসর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজিষ্টার প্রফেসর ড. ইফতেখার আলম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, মসজিদ হচ্ছে আল্লাহ ঘর। শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) মক্কায় মসজিদ নির্মাণ করে সেখান থেকে দেশে রাজকার্য পরিচালনা করতেন।
তিনি আরো বলেন, সন্তানদের নৈকতা ও ধর্ম বিষয়ে শেখাতে এবং নামাজ আদায় করতে মসজিদের কোন বিকল্প নাই। কিন্তু পতিত সরকার পার্শবর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে সিলেবাস থেকে ইসলাম ধর্মীয় শিক্ষা তুলে দিয়েছিলো। ইসলামী কোন জালসা ও সভা-সমাবেশ দেখলে জঙ্গি বলে বন্ধ করে দিতো। তাবলিক জামায়াতকে দুইভাগে ভাগ করে দিয়েছে। এক কথায় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃত পক্ষে ইসলামের পক্ষে নাই বলে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, মসজিদ নিয়ে কোন রাজনীতি নয়। ধর্মপ্রাণ মুসলমানগণ মসজিদে নামাজ আদায় করবেন। এছাড়াও দ্বিন-ই আলেমগণ হেদায়েতের কাজ করবেন। এই কাজটি করার জন্য অত্র এলাকার মুসল্লীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি একটি ধর্মভীরু দল। কারন এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানীর রাহিম যুক্ত করেছিলেন। তিনি নামাজ আদায় করতেন। এজন্য তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। শেষে তিনি ট্রলি থেকে বালি নামিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অত্র মসজিদ কমিটির সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর ড. হাবিবুল ইসলাম, অত্র মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সেলিম রেজা, সমাজ প্রধান নাসির মন্ডল, সমাজ সেবক দোলোয়ার হোসেন, ২৬নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক জামিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ সেবক জয়নাল আবেদীন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মেহেরডন্ডী মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাব্বির হোসেন।