মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

পবায় সরকারি রাস্তায় তিনটি বাড়ি নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় সরকারি রাস্তার উপরে তিনটি বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। নেওয়া হয়েছে মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ। রাস্তায় বাড়ি নির্মাণের পর অবশিষ্ট জায়গায় দখল করে খড়িসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখায় চলাচলে বিপাকে পড়েছেন পথচারীসহ আশেপাশের বসবাসকারি পরিবারগুলো। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, পবা উপজেলার নওহাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়া এলাকার সরকার কোল্ড ষ্টোরেজের পূর্ব পার্শের প্রাচীর ঘেঁষে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পুরাতন রাস্তায় আকলিমা বেগম, কারেমা বেগম ও রওশন আরা মিলে পাশাপাশি তিনটি বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ঐ রাস্তা দিয়ে তেলিপাড়া মন্দির, পালপাড়া মাদ্রাসা, কেজি স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রতিনিয়ত চলাচল করেন। রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করায় কোন ধরণের গাড়ী, স্কুল ভ্যান, অ্যাম্বুলেন্স ও বিদ্যুতের গাড়ীসহ অন্যান্য যানবাহন চলাচল করতে না পারায় চরম বিপাকের মধ্যে রয়েছেন এলাকাবাসী।

এছাড়াও তিনটি পরিবার অবৈধভাবে বিদ্যুতের সংযোগ চালিয়ে যাচ্ছেন। যেকোন সময় ঘটতে পারে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মত মারাত্মক দুর্ঘটনা। স্থানীয়রা জানান, ঐ তিন পারিবারের প্রত্যেকের গ্রামের বাড়ি রয়েছে। কিন্তু সরকারি রাস্তায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর এর নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সরকারি জায়গায় কোন বাড়ি অথবা স্থাপনা নির্মাণ করলে মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নিয়ম নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin