নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ফাঁকা গুলি ছুঁড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার টেন্ডার বাক্স লুট করার ঘটনা ঘটে। সোমবার দুপুরে জেলার পবা উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় শাকিলুর রহমান রন (৪২) নামে সাবেক এক যুবদল নেতা ছুরিকাঘাতে আহত হন। শাকিলুর রাজশাহী নগরের শাহমখদুম থানা যুবদলের (সাবেক) যুগ্ম সম্পাদক। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শাকিলুর রহমান জেলা যুবদলের একজন যুগ্ম আহ্বায়কের সঙ্গে দরপত্র জমা দিতে গিয়েছিলেন।
বিষয়টি জানতে পেরে সোমবার রাতে রনকে মেডিকেলে দেখতে ছুটে আসেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। তিনি সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীতে আসেন। তিনি রণ এর চিকিৎসার খোঁজ খবর নেন এবং যারা রনকে ছুড়িকাথাত করেছে এবং যারা দরপত্র ছিন্তাইয়ের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।