নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার সমাসপুর একতা সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী সমাসপুর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে এই টুর্নামেন্টে গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং তানোর-গোদাগাড়ী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাসী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিলেও বিশেষ কারনে তিনি উপস্থিত না হতে পেরে দু:খ প্রকাশ করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
এদিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলাম হীরক। উদ্বোধনী বক্তব্যে হীরক বলেন, যুব সমাজ আজ নেট দুনিয়ায় বুধ হয়ে পড়েছে। এর ফলে তারা ঘর থেকে বেড়িয়ে খেলাধুলা ও বন্ধুদের নিয়ে একটি নির্দিষ্ট সময়ে আড্ডা দিতেও ভূলে গেছে। এতে কওে তাদের শরীরিক বৃদ্ধি এবং মেধা বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এ অবস্থা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে সারা বছর ব্যাপি বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদেরকে মাঠে নিয়ে আসতে হবে। এতে করে যুব সমাজ যেমন মাদক, সন্ত্রাস ও দেশদোহী কাজ থেকে বিরত থাকবে, তেমনি তাদের শফিক মেধাবিকাশ ও সুস্থ্য শরীর গঠন হবে। আর এই ধরনের টুর্নামেন্ট আয়োজনে আগামীতেও তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাসপুর একতা সংঘের সভাপতিত্ব জাহাঙ্গীর আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রঞ্জন চন্দ্র প্রামানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, মাহাফিজুর রহমান মাহফুজ, তানোর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, তানোর পৌর ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আছেন ইসতিয়াক (রাব্বি), মানিক, উজ্জল (টুটন), খোকন, শিখন, বিক্রম, রাকিব, অন্তর, সজিব, রাহিন, তুহিন ও অমিত।