নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শুক্রবার বিকেলে আয়োজনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টায় থেকে দুপুর ১ টা পর্যন্ত পবা উপজেলায় ১২ টি হাটের “বাংলা ১৪৩২ সনের জন্য ইজারার দরপত্র” দাখিলের সময় শাহমখদুম থানার পবা উপজেলা পরিষদ ইউএনও অফিসে দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুঁড়ে এবং হাতবোমা ফাটিয়ে বক্সটি ভাংচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে বিএনপি নেতা নাসির হোসেন অস্থিরকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এই ধরনের মিথ্যা বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অবাস্তব সংবাদ প্রচার ও প্রকাশের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা রাজশাহী কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নগরীর বিন্দুর মোড়ে গিয়ে শেষ করেন। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য স্বপন । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম ।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য বিল্টু, রাজশাহী মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, জেলা তাঁতি দলের সভাপতি বাদশা, রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ, কেশরহাট পৌর বিএনপি নেতা তুষার, রাজশাহী মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক মিলন ও জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সাকিবসহ রাজশাহী মহানগর কৃষক দলের সকল যুগ্ম আহ্বায়কগণ, বোয়ালিয়া থানা, শাহ মখদুম থানা, রাজপারা থানা, চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা ও মতিয়ার থানা কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম।