নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জানুয়ারি ২০২৫ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১০টায় বিএমডিএ’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে (জিমনেসিয়াম) এই সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র চেয়ারম্যান ড.এম.আসাদুজ্জামান।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. মো.আবুল কাসেম ও জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, শরীফুল হক, নাজিরুল ইসলাম ও নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির (সচিব) ও তরিকুল ইসলামসহ কর্তৃপক্ষের সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ। এছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী ও রংপুর বিভাগের সকল জোনের অফিসারগণ সভায় উপস্থিত ছিলেন।